গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া মানা: মির্জা ফখরুল

|

ঠাকুরগাঁও করেসপনডেন্ট:

ফ্যাসিবাদ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাসবাদ করেছে তাদেরকে বিএনপিতে নেয়া হবেনা। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্তরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগনের যে শাসন সেটা প্রতিষ্টা করতে হবে। অর্থাৎ জনগনের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায় তার জানা নেই বলেও উল্লেখ করেন।

শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে জানিয়ে গতকাল বিএনপি মহাসচিব বলেছিলেন, ছাত্র-জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে। কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ। এ সময় দায়িত্বশীল ব্যাক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

সিন্ডিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কৃষক ও ভোক্তার মাঝখানে একটি মধ্যস্বত্বভোগী গোষ্ঠী রয়েছে। যারা কারসাজি করে মুনাফা লুফে নেয়। কৃষকদের যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পায় তা নিশ্চিত করতে চাই। এ সময় গার্মেন্টস খাতের শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়াতে চান বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply