গাজাবাসীর জন্য পাঠানো মেডিকেল সামগ্রী লুট

|

গাজাবাসীর জন্য মেডিকেল ত্রাণসামগ্রী নিয়ে ইন্টারন্যাশনাল মেডিক্যাল কর্পস কনভয়ে যে ১৫০টি ট্রাক পরিবহন করছিলো, তার মধ্যে ১১১টি লুট করা হয়েছে। মাত্র ৩৯টি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছায়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কনভয়টিতে অন্যান্য মানবিক সংস্থাগুলোর জন্য ত্রাণ সরবরাহও অন্তর্ভুক্ত ছিল। ইন্টারন্যাশনাল মেডিক্যাল কর্পস ২০০৮ সাল থেকে গাজায় কাজ করছে। এটি জানুয়ারির শুরুতে সেখানে একটি পূর্ণ-পরিষেবা ফিল্ড হাসপাতাল মোতায়েন করেছিলো।

সংস্থাটির সেন্ট্রাল গাজায় দুটি হাসপাতাল রয়েছে যেগুলো এখন পর্যন্ত ৪ লাখ -এরও বেশি বেসামরিক নাগরিককে জরুরী ও ট্রমা সার্জিক্যাল পরিষেবা প্রদান করে সাহায্য করেছে। এছাড়াও প্রসূতি এবং নবজাতকের যত্ন, পুষ্টি, শিশু সুরক্ষা, মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করে থাকে সংস্থাটি।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী কিছু ট্রাক বিলম্বিত করার জন্য আদেশ দেয়। যার কারনে কনভয়ের চলাচলের খবর ছড়িয়ে ছড়িয়ে পড়ে। এরপর-ই লুটপাটের ঘটনা ঘটে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply