পানামা খাল দখল নিয়ে ট্রাম্পকে জবাব দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

|

পানামা খালের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা হবে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তিনি বলেছেন, ‘বাস্তবে, পানামা খাল পানামাবাসীর।’ সোমবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) শেইনবাউম তার নিয়মিত সকালের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন।

এর আগে, প্রশান্ত-আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রর জাহাজগুলো থেকে ‘অন্যায্য’ ফি আদায়ের নিন্দা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খালের দখল ওয়াশিংটনের কাছে ফিরিয়ে আনার হুমকি দিয়েছেন তিনি।

ট্রাম্পের এমন বক্তব্যের বিপরিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে মুলিনোর একটি রেকর্ড করা বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, পানামা খাল ও এর আশপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা পানামার অন্তর্গত এবং তা পানামারই থাকবে।

উল্লেখ্য, পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর প্রতিক্রিয়ার পর এবার ট্রাম্পকে জবাব দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply