ভূমধ্যসাগরে রুশ কার্গো জাহাজডুবি, নিখোঁজ ২ ক্রু

|

ভূমধ্যসাগরে স্পেন ও আলজেরিয়া অঞ্চলে রুশ কার্গো জাহাজ ‘উরসা মেজর’ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজের দুই ক্রু নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটির ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর এটি ডুবে যায়। এতে থাকা ১৬ জন ক্রুর মধ্যে ১৪ জনকে উদ্ধার করে স্পেনে নিয়ে যাওয়া হয়েছে।

উরসা মেজর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ১১ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল। সর্বশেষ স্থানীয় সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে (গ্রিনউইচ মান সময়) আলজেরিয়া ও স্পেনের মধ্যবর্তী এলাকায় জাহাজটির সংকেত পাওয়া যায়।

প্রাথমিকভাবে সেন্ট পিটার্সবার্গ থেকে রওনা হওয়ার সময় জাহাজটি রাশিয়ার ভ্লাদিভোস্তক বন্দরে যাওয়ার কথা জানায়। জাহাজটির পরিচালনা ও মালিকানা নিয়ে কাজ করে ওবোরনলজিস্টিকস জানায়, জাহাজটি ভ্লাদিভোস্তক বন্দরে স্থাপনের জন্য বিশেষায়িত বন্দর ক্রেন এবং নতুন আইসব্রেকারের যন্ত্রাংশ পরিবহন করছিলো।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply