গাজায় পোলিও টিকা নেয়ার পর ইসরায়েলি বোমায় দুই পা হারায় ২ বোন

|

ইসরায়েলি বোমা হামলায় পা হারিয়েছে তিন বছর বয়সী হানান। অন্যদিকে, হানানের ২২ মাস বয়সী বোন হারিয়েছে মাকে। একই সাথে এক পা হারিয়েছে হানানের ছোট বোন মিস্ক। গত সেপ্টেম্বরে শাইমা আল-দাক্কি তার দুই মেয়ে হানান এবং২২ মাস বয়সী মিস্ক-কে পোলিও টিকা নেওয়ার জন্য খুব ভোরে উঠেছিলেন। বিভিন্ন দাতব্য সংস্থার উদ্যোগে যুদ্ধের মাঝেও গাজায় অনেক শিশুকে টিকা দেয়া হচ্ছিলো।

ভয়াবহ ওই হামলায় হানান মারাত্মকভাবে আহত হয়েছিলো। বোমার আঘাতে উভয় পা হারায় হানান। একটি হাঁটুর উপরে এবং একটি নীচে। বোমার প্রভাব এতোটাই বেশি যে হানানের মুখসহ সারা শরীর ক্ষতের দাগ দিয়ে পরিপূর্ণ। এদিকে, বোমা হামলার কারনে ছোট্ট মিস্ককে তার বাম পা কেটে ফেলতে হয়েছিলো।

দু’ই শিশুর বাবা ওই বোমা হামলায় বেঁচে গিয়েছেন। তাদের বাবা মোহাম্মদ (৩১) মস্তিষ্কে রক্তক্ষরণ এবং বুকে আঘাতের জন্য দুই সপ্তাহ ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।

হানান ও মিস্কের খালা সেফা বলেছেন, “আমরা হাসপাতালে চার মাস ধরে একটি দুঃস্বপ্নের মধ্যে আটকে রয়েছি। দুই মেয়েই ভয়ানক আতঙ্কের মধ্যে আছে।

শেফা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রায়ই ছোট মেয়েদের জন্য কাঁদতে থাকেন। আংশিক দুঃখে এবং আংশিক ভয়ে কারন ভবিষ্যত তাদের জন্য কী থাকবে কেউ জানে না।

সেফা আর বলেন, “আমি এখন যে তাদের মা স্বর্গে আছেন। তাদের কি ধরনের ভবিষ্যৎতের জন্য অপেক্ষা করতে হবে, সেটি অনিশ্চিত।’

এদিকে, যুদ্ধের কারনে হাসপাতাল উপচে পড়া ভীড়। এমন পরিবেশে মেয়েদের জন্য মানসিক সহায়তা দেওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাসপাতালের কর্মীরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply