কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদ ও তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দোয়েল চত্বরের সামনে মানববন্ধন করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।
আটককৃতদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
এর আগে, রোববার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন স্থানীয় কয়েকজন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। প্রধান উপদেষ্টার দফতর থেকে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে।
/এটিএম
Leave a reply