বড়দিনেও রুশ বাহিনীর হামলায় বিপর্যস্ত ইউক্রেন

|

বড়দিনে ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটির প্রায় দেড়শো কি.মি. এলাকাজুড়ে চালানো হয়েছে হামলা। এসব হামলায় মূল টার্গেট ছিলো বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। খবর, দ্য গার্ডিয়ানের।

রুশ বাহিনী এসব হামলার জন্য ব্যবহার করে কমপক্ষে ৭০টি মিসাইল ও শ’ খানেক ড্রোন। পুরোপুরি ধ্বংস করা হয়েছে হাইমার্স রকেট ও অর্ধশত ড্রোনসহ বহু অস্ত্রশস্ত্র। একাধিক সামরিক বিমানবন্দরেও হয়েছে তীব্র হামলা।

ক্রিসমাসের দিনে এমন হামলাকে অমানবিক আখ্যা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। চলতি বছর এ নিয়ে ১৩তম বারের মতো বড় রুশ হামলার টার্গেট হলো ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলো।

ফ্রন্টলাইনগুলোতে রাশিয়া-ইউক্রেনের সেনাদের মধ্যে চলছে ব্যাপক লড়াই। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্য মতে, দুইশোরও বেশি স্থানে সরাসরি লড়াই হচ্ছে দু’পক্ষের মধ্যে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply