পদপিষ্টে নিহতের পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন আল্লু অর্জুন

|

ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করে একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। এবার ভুক্তভোগী পরিবারকে ২ কোটি ভারতীয় রুপি সহায়তা দেয়া হচ্ছে।

জানা গেছে, ২ কোটি রুপির মধ্যে আল্লু অর্জুন দিচ্ছেন ১ কোটি, সিনেমার প্রযোজনা সংস্থা মিথরি মুভিস এবং পরিচালক সুকুমার দিচ্ছে ৫০ লাখ রুপি করে।

এর আগে চলতি মাসের ৪ তারিখে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির স্ক্রিনিংয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৬ বছর বয়সী নারী রিভাতি। এসময় গুরুতর আহত হয় তার শিশু সন্তান।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply