পিএসএলের ড্রাফটে মোস্তাফিজুর রহমান 

|

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইপিএলে অবিক্রীত থাকায় তাকে দলে টানার ব্যাপারে আগ্রহী হতে পারে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। গতবার ভালো পারফরম্যান্স করলেও এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মোস্তাফিজ। তাই পিএসএলে খেলার প্রত্যাশা করছেন মুস্তাফিজ।

এর আগে, আইপিএলের সাতটি আসরে খেললেও পিএসএলের মাত্র একটি আসরে খেলা হয়েছিল এই পেসারের। ২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলে। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।

পিএসএলে অংশগ্রহণ মোস্তাফিজুর রহমানের জন্য একটি নতুন সুযোগ হিসেবে দেখা দিচ্ছে। এটি কেবল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারে না, বরং আন্তর্জাতিক মঞ্চে তার দক্ষতাকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। এখন দেখার বিষয়, পিএসএলে তার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে কি না।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply