Site icon Jamuna Television

অভিষিক্ত কনস্টাসকে কোহলির ধাক্কা, ক্রিকেট দুনিয়ায় তোলপাড়

মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হয়েছে বক্সিং ডে টেস্ট। এই টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ঘটেছে স্যাম কনস্টাস নামের এক তরুণের। কনস্টাসের মতো এমন ‘পাগলাটে’ অভিষেক ক্রিকেট বিশ্ব শেষ কবে দেখেছে, তা হতে পারে আলোচনার খোরাক। ১৯ বছরের এক যুবকের আত্মবিশ্বাসী সব শটে ভারতের জশপ্রিত বুমরাহ যেমন বাকরুদ্ধ হয়েছেন, তেমনি বিস্ময় চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিইবা করার ছিল রোহিত-কোহলিদের?

বক্সিং ডে টেস্টের প্রথম সকালে এভাবেই নিজের আগমনী জানান দেন স্যাম কনস্টাস। দ্রুতগতির ফিফটিতে রেকর্ডবুকে নাম তোলা এই ওপেনার রীতিমতো তুলোধুনো করছিলেন ভারতীয় বোলারদের। তার মনোসংযোগে চিড় ধরাতে তখন ভিন্ন পন্থা বেছে নেন ভিরাট কোহলি। ইনিংসের ১০ম ওভার শেষে মাঝ উইকেটে স্যামের কাঁধে ধাক্কা দেন কোহলি। দু’জনের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি বুঝে দু’জনকে শান্ত করার চেষ্টা করেন উসমান খাজা। শেষ পর্যন্ত মাঠের দুই আম্পায়ারের হস্তক্ষেপে মেলে সমাধান।

তবে এখানেই পার পাচ্ছেন না কোহলি। মাঠে ঝড় তোলা কনস্টাসকে ধাক্কা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। মাত্র ১৯ বছরের এই তরুণকে কোহলির মতো কিংবদন্তির ধাক্কা দেয়ার ঘটনা স্বাভাবিকভাবে নেননি ক্রিকেট সংশ্লিষ্টরা। তাদের মতে, স্যামের মনোসংযোগ নষ্ট করতেই ইচ্ছা করেই এমনটা করেছেন ভারতীয় এই তারকা। এই ঘটনায় কোহলিকে জরিমানা করা হয়েছে।

পুরো ঘটনায় কোহলিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ম্যাচের ধারাভাষ্যকার মাইকেল ভন ও রিকি পন্টিং। কোহলির সমালোচনা করে ভন বলেন, কোহলি এই মুহূর্তের কথা মনে করে কখনই গর্ব অনুভব করবে না। কনস্টাস স্রেফ হেঁটে যাচ্ছিল। কোহলিকে দেখুন, সে তার পথের দিক পাল্টেছে। একজন কিংবদন্তি হিসেবে কোহলি অবশ্য তার কৃতকর্ম নিয়ে ভাববে।

বিষয়টি নিয়ে রিকি পন্টিং বলেন, বেশ কিছু অ্যাঙ্গেল থেকে ঘটনাটি দেখেছি। বলতেই হচ্ছে, এ সময় ভারতের ফিল্ডারদের কোনো অবস্থাতেই ব্যাটারের ধারেকাছে যাওয়ার কথা নয়। ভিরাট কীভাবে হেঁটেছে দেখুন। তার ডানে পিচের দিকে হেঁটেছে এবং সংঘর্ষটা উসকে দিয়েছে। স্ক্রিনে দেখে মনে হচ্ছে, কোহলিকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হতে পারে।

ভিরাট কোহলির এমন আচরণে খুশি হতে পারেননি সাবেক ভারতীয় অধিনায়ক সুনিল গাভাস্কারও। তিনি বলেন,
সরে গেলে কেউ ছোট হয়ে যেতো না। প্রথমে মনে হয়েছিল যে, দুজনই নিচে তাকিয়ে ছিল। এখন দেখার বিষয়, কাকে বেশি জরিমানা দিতে হয়।

মাঠে আগ্রাসী রুপে হাজির হলেও মাঠের বাইরে যে বেশ পরিণত তারই প্রমাণ মিললো স্যাম কনস্টাসের বক্তব্যে। কোহলির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বড় করে দেখতে চান না তিনি। বললেন, মনে হয় আমরা দু’জনই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তখনই কাঁধে ধাক্কা খেলাম। তবে এরকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।

তবে স্যাম আপত্তি না করলেও আইসিসির নিয়ম অনুযায়ী শাস্তির মুখে পড়েছেন ভিরাট কোহলি। আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ভারতের ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ১৫ লাখ রুপি ম্যাচ ফি পেয়ে থাকেন। ২০ শতাংশ হিসেবে কোহলিকে মেলবোর্ন টেস্টে ৩ লাখ রুপি জরিমানা দিতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

/এনকে

Exit mobile version