‘ধাক্কা’র ঘটনায় শাস্তি পেলেন কোহলি

|

ফাইল ছবি

অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দেয়ার ঘটনায় বিরাট কোহলি শাস্তির মুখোমুখি হতে চলেছেন, সেটি ম্যাচ চলাকালীনই আঁচ করা গিয়েছিল। মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষে সেই শাস্তির ঘোষণা এসেছে আনুষ্ঠানিকভাবে।

আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনারকে পিচের মাঝে ধাক্কা দেয়ায় চার আম্পায়ার কোহলির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সেটি আমলে নিয়ে কোহলির বিরুদ্ধে শাস্তি আরোপ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। ভারতের ক্রিকেটাররা প্রতি টেস্টের জন্য ১৫ লাখ রুপি ম্যাচ ফি পেয়ে থাকেন। ২০ শতাংশ হিসেবে কোহলিকে মেলবোর্ন টেস্টে ৩ লাখ রুপি জরিমানা দিতে হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।

বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই কোহলিকে জরিমানা দিতে হয়েছে কনস্টাসকে দৃষ্টিকটুভাবে ধাক্কা দেয়ায়। অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভার শেষে কনস্টাস হাতের গ্লাভস খুলে মাঠের অন্য প্রান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় কোহলি এসে তার কাঁধে ধাক্কা দেন। এ নিয়ে কনস্টাস ও কোহলির মধ্যে বাদানুবাদ শুরু হয়। পরে কনস্টাসের সতীর্থ উসমান খাজা ও আম্পায়াররা এসে তাদেরকে থামান।

আইসিসি জানিয়েছে, কোহলির বিরুদ্ধে আচরণবিধির ২.১২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা ‘আন্তর্জাতিক ম্যাচের সময় খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য কোনো ব্যক্তির সাথে অনুপযুক্ত শারীরিক সংযোগে’র সঙ্গে সম্পর্কিত। কোহলি নিজের দায় স্বীকার করে নেয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply