কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশী কার্যক্রম চলছে। এই দুই কারাগার থেকে এরইমধ্যে কয়েকজনকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়েছে।
সম্প্রতি কারা অধিদফতর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। তবে আটককৃতদের নাম ও পরিচয় প্রেস নোটে উল্লেখ করা হয়নি।
এতে বলা হয়, ডিসেম্বরের ১৫ তারিখ থেকে দুই কারাগারের গেইটে কর্মকর্তা-কর্মচারী, দর্শনার্থী ও বন্দিদের চলাচলের স্থানে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশীতে দর্শনার্থীদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃত এসব দর্শনার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস নোটে উল্লেখ করা হয়।
/আরএইচ
Leave a reply