লিভারপুলের জয়ের রাতে হেরেছে ম্যানইউ, ড্র ম্যান সিটির ম্যাচ

|

বড়দিনের ছুটি শেষে মাঠে গড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। বৃহস্পতিবার রাতে মাঠে নামে ম্যান ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুলের মতো ক্লাবগুলো। রাতে ঘরের মাঠে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। এদিকে, ঘরের মাঠে লিড নিয়েও ফুলহ্যামের কাছে ২-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। একই রাতে ওলভসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে, ঘরের মাঠে লিড নিয়েও এভারটনের বিপক্ষে ১-১ সমতায় মাঠে ছাড়ে সিটি।

অ্যানফিল্ডে ঘরের মাঠে বৃহস্পতিবার ম্যাচের ৬ মিনিটেই গোল হজম করে লিভারপুল। জর্ডান আয়ুইর গোলে লিড নেয় লেস্টার সিটি। যদিও ৪৫ মিনিটে দলকে সমতায় ফেরান কোডি গাকপো। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নিয়ে প্রিমিয়ার লিগে শততম ম্যাচের মাইলফলক রাঙান কার্টিস জোন্স। ৪৯ মিনিটে ২-১ এ এগিয়ে থাকার পর ৮২ মিনিটে মোহামেদ সালাহর গোলে ৩-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।
লিভারপুলের জয়োৎসবের রাতে অবশ্য চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ফুলহামের বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটে কোল পালমারের গোলে লিড নেয় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে সেই লিড ছিল ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত। তবে ৮২ মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান হ্যানি উইলসন। লিড হারিয়ে মরিয়া হয়ে উঠে চেলসি। তবে যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটে লুকিসের পাস থেকে গোল করেন রদ্রিগো মুনিজ। তাতেই শেষ মূহুর্তের গোলে ঘরের মাঠে হার নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

এদিকে, প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানইউ। ওলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচের ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের লাল কার্ড দশ জনের দলে পরিণত করে ইউনাইটেডকে। ম্যাথিউস কুনহার গোলে ৫৮ মিনিটে লিড নেয় ওলভারহ্যাম্পটন, এরপর আট মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে হাং হি-চানের গোলে নিশ্চিত হয় ম্যানইউর পরাজয়।

অপরদিকে, হার এড়ালেও জয়ের দেখা নেই ম্যানসিটির। এভারটনের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই বার্নার্ডো সিলভার পায়ে লিড নেয় সিটি। ৩৬ মিনিটে সেই গোল শোধ দেয় এভারটন। বিরতির পর ৫১ মিনিটে পেনাল্টি পায় ম্যানসিটি। সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন আর্লিং হালান্ড। এরপর আর গোলের দেখা না পেলে ১-১ সমতায় শেষ হয় এভারটন-সিটি লড়াই। সবশেষ ১৩ ম্যাচের মাত্র এক জয় আর ৯ হারে ম্যানসিটির সামনে শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স লীগ খেলা নিয়ে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply