চাঁদপুরে জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা

|

চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এর ফলে রাত ১২টা থেকে বন্ধ রয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সারবোঝাই পণ্যবাহী ‘এমভি আল বাখেরা’ জাহাজের সাতজনকে খুনের প্রতিবাদে এই কর্মসূচি দেয়া হয়েছে। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত ছিল, প্রশাসনের কাছে তার সঠিক তদন্ত দাবি করছি।

তিনি আরও বলেন, সারাদেশে ১০ হাজার ছোট পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের দাবি করছি। এছাড়া, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ চোখে পড়েনি। তাই এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।

এ বিষয়ে চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এটা (জাহাজে ৭ খুন) ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল। নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় নেই। নৌপুলিশ ও কোস্টগার্ড সবসময় সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, গ্রেফতার হওয়া আকাশ মন্ডল ওরফে ইরফানকে নৌপুলিশের দাবির প্রেক্ষিতে সাতদিনের রিমান্ডে নেয়ার পর নানা তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে চাঁদপুর নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরের ঈশানবালার মাঝেরচর সংলগ্নে মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে বাগেরহাটের চিতলমারি থেকে আত্মগোপনে থাকা আকাশ মন্ডল ওরফে ইরফানকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত খুনির বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply