কালকিনিতে ২ গ্রুপের সংঘর্ষে কয়েকশ’ হাতবোমা নিক্ষেপ, ইউপি সদস্যের মৃত্যু

|

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকশ’ হাতবোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছে ও অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার শিকদারের সঙ্গে একই এলাকার প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েক শত হাতবোমা নিক্ষেপ করা হয়। এসময় ইউপি সদস্য মোঃ আক্তার শিকদার (৪৮) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই সুশীল বলেন, আক্তার শিকদার নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply