নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কের আলোচনায় এমনটি জানান তিনি।
আসাদুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। অ্যাটর্নি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না। ষড়যন্ত্রকারীরা যতো শক্তিশালীই হোক না এই বিপ্লব মুছে ফেলা যাবে না।
সাবেক প্রধান বিচারপতির প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, বিচারের নামে অবিচার করেছেন সাবেক প্রধান বিচারপতি। যারা অবিচার ও অন্যায় করে বিচার বিভাগকে ধ্বংস করেছেন তাদের সকলের বিচার হওয়া উচিৎ বলে মন্তব্য করেন মো. আসাদুজ্জামান।
/এনকে
Leave a reply