আরও ৬০ জনের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের মার্শাল কোর্ট

|

২০২৩ সালে জিন্নাহ হাউজে আক্রমণের সাথে জড়িত থাকার অপরাধে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের ভাতিজা হাসান খান নিয়াজি’কে। বৃহস্পতিবার এমন তথ্য দেয় সামরিক বাহিনীর মিডিয়া উইং। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একই অপরাধে আরও ৬০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে পাকিস্তানের মার্শাল কোর্ট। এর আগে, ২০২৩ সালের ৯ই মে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর চেয়্যারম্যান ইমরান খান’কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার জেরে পাকিস্তান জুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে বিক্ষুব্ধ পিটিআই সমর্থকরা। যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় অনেককে।

বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় গ্রেফতারকৃতদের । এমন একজন হলো সাবেক প্রধানমন্ত্রীর ভাতিজা হাসান খান নিয়াজি। রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

তাদের মতে, সামরিক আদালতের মাধ্যমে সাধারণ জনতার বিচার করা বা তাদের দণ্ড দেয়া আন্তর্জাতিক আইনের বিরোধিতার শামিল। বিদেশি রাষ্ট্রের আনা অভিযোগের উত্তরে মঙ্গলবার পাকিস্তানের ফরেন অফিস জানায়, সামরিক আদালতের রায়গুলো সংসদ ও সুপ্রিম কোর্টের আইনের আদলে দেয়া হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply