নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মনোনয়ন বাণিজ্য হলে রাজনীতি ব্যবসায় পরিণত হয়। এটি বন্ধ না হলে সবকিছুই পন্ডশ্রম হবে। আইন করে এই মনোনয়ন বাণিজ্য বন্ধ করা যাবে না। এর জন্য রাজনীতিবিদদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পরিবর্তন চাইলে নিজেদের মন-মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন হতে হবে। মনোনয়ন বাণিজ্য বন্ধে রাজনৈতিক দলগুলোকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এছাড়া, তরুণ সমাজকেও এটি বন্ধে এগিয়ে আসতে হবে। রাজনীতি জনকল্যাণে না হয়ে ব্যবসায়িক কর্মকান্ডে পরিণত হলে সবকিছুই বৃথা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সংস্কার মানেই পরিবর্তন। আমাদের ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন করতে হবে। একসাথে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবের পর আইন হলেও আমাদের মনে রাখতে হবে যে কাঠামো বিদ্যমান রয়েছে। সেই কাঠামো আমাদের তা করতে দেবে না। তাই আমাদের সোচ্চার ও প্রতিবাদী হয়ে নিজেদের করণীয়গুলো করতে হবে। এ সময় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও অত্যাবশ্যকীয় সংস্কার সম্পন্ন করতে তরুণদের এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
/আরএইচ
Leave a reply