গিনজান ওনসেন! জাপানের হট স্প্রিং শহর হিসেবে বেশ জনপ্রিয়। মূলত, শহরটি প্রাকৃতিক তুষারময় দৃশ্যের জন্য পরিচিত। সম্প্রতি, তুষারময় দৃশ্যের ছবি তোলার জন্য পর্যটকদের মধ্যে সেরা ফটো স্পট নিয়ে মারামারির জেরে শীতকালীন পিক সিজনে ডে ট্রিপারদের প্রবেশ সীমিত করেছে দেশটি। ওভারট্যুরিজম মোকাবেলা করার লক্ষ্যে নেয়া হয়েছে এমন পদক্ষেপ। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, টোকিও থেকে প্রায় ২৬০ মাইল উত্তরে ইয়ামাগাটা অঞ্চলে অবস্থিত ওনসেন শহরটিতে হয়েছে মারামারির এমন ঘটনা। প্রতি বছর শহরটি দেখতে প্রায় ৩ লাখ ৩০ হাজার দর্শক গড়ে ভ্রমণ করে।
সারা বিশ্ব থেকে ভ্রমণকারীরা শুধুমাত্র শীতকালে ৩০০ বছরের পুরানো শহরে ছুটে আসে। তবে, বিপুল সংখ্যক পর্যটক আসার আরেকটি কারণ হচ্ছে তুষারে আবৃত ঐতিহ্যবাহী এডো-পিরিয়ড ভবনগুলোর মনোরম দৃশ্য খুব কাছ থেকে উপভোগ করতে। এছাড়াও ডিরেক্টর হায়াও মিয়াজাকির অস্কার বিজয়ী অ্যানিমেটর ফিল্ম ‘স্পিরিটেড অ্যাওয়ে’ শুটিং-ও হয়েছিলো এই শহরে।
তবে বিপুল জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে এই শহরের বাসিন্দাদের জন্য। সম্প্রতি, ফটো স্পট এবং পার্কিং জায়গা নিয়ে বিবাদের বেশ কয়েকটি রিপোর্ট করেছে স্থানীয় গণমাধ্যম।
ওনসেনের ওয়েবসাইটে দুঃখ প্রকাশ করে একটি পোস্টে বলা হয়েছে, ” অনেক অতিথি ছবি তোলার উদ্দেশ্যে ভাল জায়গার জন্য চিৎকার করছিলো, যার ফলে শহরের ট্রাফিক নিয়ম ভঙ্গ হচ্ছে। ভাল জায়গায় পারকিং নিয়েও বিবাদের খবর রিপোর্ট করা হয়েছে।
জিনজান ওনসেন ইনফরমেশন সেন্টার অনুসারে, আগামী বছরের ৭ জানুয়ারী থেকে, যারা বিকাল ৫টার পরে ওনসেন শহরে প্রবেশ করতে চান তাদের একটি টিকিট কিনতে হবে। স্থানীয় হোটেলে বুকিং ছাড়া দর্শনার্থীদের রাত ৮টার পর নিষিদ্ধ করা হবে। এছাড়াও বাসে চড়াসহ টিকিটের দাম ১১৫০ ইয়েন, যা ৭ মার্কিন ডলার।
ওনসেন ইনফরমেশন সেন্টার আরও বলেছে, যারা নিজেরাই গাড়ি চালাচ্ছেন তাদের নিকটস্থ পর্যটন কেন্দ্রে পার্ক করতে হবে এবং শহরে ঢোকার জন্য শাটল বাস ব্যবহার করতে হবে।
/এআই
Leave a reply