সিলেট সীমান্তে একদিনের ব্যবধানে আরও এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সবুজ মিয়ার সহযোগীরা তার মরদেহটি উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। এরপর বিজিবি ও পুলিশ গোয়াইনঘাটের দমদমিয়া সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত সবুজ মিয়া গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি জানিয়েছে, গতকাল সন্ধ্যায় সবুজসহ কয়েকজনের সঙ্গে ভারতীয় খাসিয়াদের কথাকাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে- এরই জেরে তাকে গুলি করে হত্যা করেছে খাসিয়ারা। তবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ মারুফ মিয়া নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়।
/এসআইএন
Leave a reply