রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ মৌসুমটা দারুণ কেটেছে ভিনিসিয়াস জুনিয়রের। চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ বেশ কয়েকটি ট্রফি জয়ে বড় অবদান ছিল তার। ব্যালন ডি’অর জয়ে তাই ঘুরে ফিরে আসছিল তার নাম। তবে হঠাৎ এক ইউটার্নে ঘুরে এই ট্রফি চলে যায় রদ্রির হাতে। যদিও এই লড়াইয়ে এগিয়ে ছিলেন এই ফুটবলারও।
দুই মাস কেটে গেলেও এ নিয়ে এখনও শেষ হয়নি বিতর্ক। এবার রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বললেন, ব্যালন ডি’অরের জন্য ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র যোগ্য ছিলেন। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলেন এই ফরোওয়ার্ড। দুবাইয়ে আয়োজিত গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সিআর সেভেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, আমার মতে ভিনিসিয়াসই ছিলেন গোল্ডেন বল জয়ের যোগ্য ফুটবলার। এখানে সবার সামনে বলছি, তার সাথে অন্যায় করা হয়েছে। রদ্রি যোগ্য হলেও পুরস্কারটা ভিনির প্রাপ্য ছিল। কারণ সে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি ফাইনালে গোল করেছে।
এবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জেতেন রোনালদো। সবশেষ মৌসুমে ৪৫ ম্যাচে ৪৪ গোল ও ১৩ অ্যাসিস্টে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের ট্রফি উঠেছে এই পর্তুগীজের হাতে। পাশাপাশি সর্বকালের সেরা গোলদাতার পুরস্কারও পান তিনি। তবে ব্যালন ডি’অর পুরস্কারের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন রোনালদো।
এ বিষয়ে পর্তুগিজ সুপারস্টার বলেন, ব্যালন ডি’অরের অনুষ্ঠানগুলো এমনই হয়। তারা সবসময় একই কাজ করে। এখানে স্বচ্ছতার ঘাটতি রয়েছে।
এদিকে রোনালদোর মতো ভিনিও জিতেছেন দুটি পুরস্কার। সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা ফরওয়ার্ডের পুরস্কার জেতেন তিনি। মঞ্চে নিজের আইডলের কাছ থেকে প্রশংসা পেয়ে উচ্ছ্বাসে ভেসেছেন এই ফুটবলার।
ভিনিসিয়াস জুনিয়র বলেন, ক্রিশ্চিয়ানো যদি এটা বলে থাকে তাহলে আমি বিশ্বাস করি আমিই সেরা। কারণ নেইমারের মতো সেও আমার আইডল। সেরা খেলোয়াড় ও সেরা ফরওয়ার্ডের পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি।
গ্লোব সকার অ্যাওয়ার্ডসে পুরস্কার প্রাপ্তির তালিকায় দীর্ঘ হয়েছে রিয়াল মাদ্রিদের নাম। সেরা ক্লাবের পাশাপাশি সেরা মিডফিল্ডার, সেরা গোলরক্ষক ও সেরা কোচের পুরস্কার গেছে স্প্যানিশ ক্লাবটিতে।
/এনকে
Leave a reply