হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পশ্চিমবাগ এলাকার অলিউর রহমানের পক্ষে এক যুবক ফেসবুকে একটি পোস্ট করে। এই পোস্ট দেয়াকে কেন্দ্র করে মুহিত মিয়ার লোকজনের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোক আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
/আরএইচ
Leave a reply