ফিলিপাইনের ডিজিটালাইজেশনে অরেঞ্জবিডি

|

দেশের গণ্ডি পেরিয়ে এবার ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (অরেঞ্জবিডি)। আগামী ২৩ জানুয়ারি ফিলিপাইনের স্থানীয় সরকার মন্ত্রী এবং ইউএনডিপির ফিলিপাইন প্রধান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আল-আশরাফুল কবীর জুয়েল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরেঞ্জবিডির পরিচালক মো. হাফেজ আহাম্মদ, মো. শামীম হোসেন, জনসংযোগ কর্মকর্তা শাহরিয়ার শামস।

সভায় জানানো হয়, ফিলিপাইন সরকারের বিভিন্ন ই-গভর্নেন্স প্রকল্পের প্রযুক্তিগত সহযোগিতায় কাজ করছে অরেঞ্জবিডি। ইতোমধ্যে ফিলিপাইনের একটি রাজ্যে ১২৩টি পৌরসভার মধ্যে ২০টি পৌরসভার ১৪টি নাগরিক ও ব্যবসা সংক্রান্ত সেবাসমূহ ডিজিটালাইজড করা হয়েছে। যা পর্যায়ক্রমে সকল পৌরসভায় কার্যকর করা হবে। উক্ত প্রকল্পের আওতায় সকল নাগরিক ও ব্যবসা সংক্রান্ত সেবা পর্যায়ক্রমে ডিজিটাল ট্রান্সফর্মেশনের আওতাধীন হবে।

প্রসঙ্গত, অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড ২০০৫ সাল থেকে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে দেশে এবং বিদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবাসমূহ ডিজিটালকরণের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ভার্সনের কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply