সিজেএফবি বিশেষ সম্মাননা পেলেন সৈয়দ আলমগীর

|

অ‍্যাডভারটাইজিং ইনোভেশনে মার্কেটিং সুপারস্টার হিসেবে পরিচিত সৈয়দ আলমগীরকে বিশেষ সম্মাননা দিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিজেএফবির ২৩তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পী, নির্মাতা, গীতিকার, সুরকারদের সম্মাননা দেয়া হয়। এই আয়োজনে মার্কেটিং জগতের আইকন সৈয়দ আলমগীরকে ‘বিজ্ঞাপন উদ্ভাবন’ হিসেবে এই বিশেষ সম্মান প্রদান করা হয়।

সম্মাননা প্রদানের জন্য জুরি বোর্ডকে ধন্যবাদ জানিয়ে সৈয়দ আলমগীর বলেন– আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি। এর আগে টেলিভিশন কর্তৃক ‘মার্কেটিং সুপারস্টার’ হিসেবে আমাকে সম্মানিত করা হয়েছিল। কিন্তু এবার অ‍্যাডভারটাইজিং ইনোভেশন হিসেবে আমাকে সম্মানিত করেছে সিজেএফবি। আমি অভিভূত হয়েছি।

‘হালাল সাবান’ ধারণার জন্য জাতীয় ও আর্ন্তজাতিকভাবে বিখ্যাত সৈয়দ আলমগীর। এছাড়াও, পৃথিবীর একাধিক বিশ্ববিদ্যালয়ে তার কর্মযজ্ঞ নিয়ে গবেষণা হয়ে থাকে। এমনকি বিশ্বের মার্কেটিং জগতের তারকাদের মধ্যে অন্যতম নাম তিনি।

ফিলিপ কোটলারের লেখা ‘বিপণনের নীতি’ পাঠ্যবইতে সৈয়দ আলমগীরের চিন্তা ও উদ্ভাবনী নিয়ে রয়েছে পৃথক অধ্যায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply