সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষে বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। আগামী ২ জানুয়ারি চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে দাড়াবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এক সাক্ষাৎকারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সাংবাদিকদের বলেন, আগামী ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে দাঁড়াবো। এর আগেই বাংলাদেশে যাব।
তবে কিছুক্ষণ পর তিনি তার ওই বক্তব্য থেকে খানিকটা সরে এসে বলেন, আমি এখন চিকিৎসাধীন রয়েছি। ডাক্তার যেদিন সুস্থ বলবেন সেদিন বাংলাদেশে যাব। আমি না থাকলেও অন্য আইনজীবীরা দাড়াবেন। তবে সুস্থ্ থাকলে অবশ্যই যাব।
এদিকে রবীন্দ্রনাথের পরিবার জানায়, আগামী মাসের শেষের দিকে কলকাতার একটি হাসপালে ভর্তি হবেন তিনি। সেখানে তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ফলে সহসাই বাংলাদেশে ফিরিছেন না তিনি।
প্রসঙ্গত, আগামী ২ জানুয়ারি দেশদ্রোহীতার মামলায় চট্টগ্রাম আদালতে চিনময় কৃষ্ণ দাসের মামলার শুনানি রয়েছে। তবে সেদিন রবীন্দ্রনাথ ঘোষের অনুপস্থিতিতে চিন্ময় কৃষ্ণ দাসের মামলাটি কে পরিচালনা করবে তা জানা যায়নি। এর আগে, গত ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির জন্য কোনো আইনজীবী না দাড়ানোয় পরবর্তী শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
অন্যদিকে, ডিসেম্বর মাসের শেষদিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ছেলের ফ্ল্যাটে এসে ওঠেন রবীন্দ্র ঘোষ। এরপর ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন। চিকিৎসার আড়ালে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। ভারতের বেশ কিছু হিন্দু সংগঠন এবং বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে যোগাযোগ করার কথাও স্বীকার করেছেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
/আরএইচ
Leave a reply