সিরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সামরিক প্রধান জেনারেল মারহাফ আবু কাসরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ ঘোষণা দেয় সিরিয়ার নতুন প্রশাসন।
সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মারহাফ আবু কাসরার মনোনয়ন ঘোষণা করেছে জেনারেল কমান্ড।
৪১ বছর বয়সী আবু কাসরা একজন সাবেক কৃষিবিদ। গত কয়েক বছর ধরে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের সশস্ত্র শাখার নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। আসাদবিরোধী বিদ্রোহ চলাকালে গত ৮ ডিসেম্বর দামেস্কে অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাসরা।
এর আগে, এইচটিএস’র প্রধান আহমেদ আল-শারা একটি ডিক্রি জারি করে আবু কাসরাকে জেনারেলের পদমর্যাদা দেন। তার আগে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বয়ে জোট গঠনের ঘোষণা দেন কাসরা।
/এএম
Leave a reply