প্রবাসী মালিকদের জন্য বরাদ্দকৃত রাজউকের প্লট ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করছে একটি প্রতারক চক্র। এই চক্রের সাথে রাজউকের কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত। এমন অভিযোগে রাজউকের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছে দুদক।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাজউকে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। এ সময় তারা পরিচালক মনির হোসেন হাওলাদারের কাছে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অনিয়ম নিয়ে জানতে চান এবং ফাইল গায়েবের সুনির্দিষ্ট কিছু তথ্য দিতে বলেন।
এ সময় ফাইল গায়েবের অভিযোগ সত্য জানিয়ে পরিচালক মনির হোসেন বলেন, রাজউকে অনিয়ম রয়েছে। এখানে দালালরাও সক্রিয়। তবে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের টিমকে সবরকম সহায়তা করা হবে।
দুদকের কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা মিলেছে। রাজউকের পরিচালকও দালাল চক্রের সক্রিয় থাকার কথা জানিয়েছেন। দালাল চক্র প্রবাসী প্লট মালিকদের টার্গেট করে প্রতারণা করে। রাজউকের অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক ভোগান্তি কমাতে অভিযান চলবে বলেও জানান তারা।
/আরএইচ
Leave a reply