২০২৫-এ ক্রিকেট ও ফুটবলে বাংলাদেশের যতো খেলা

|

ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ঢেউ তুলে ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। নতুন বছরেও ঠাসা সূচি দেশের ক্রীড়াঙ্গনে। যেখানে বছর জুড়েই ব্যস্ত সময় পার করবে টাইগার ক্রিকেট। শুরুটা বিপিএল দিয়ে হলেও এ বছরের মূল আকর্ষণ চ্যাম্পিয়ন্স ট্রফি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই আসরে দুবাই ও পাকিস্তানে ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এপ্রিলে টাইগাররা যাবে পাকিস্তানে দুই ফরম্যাটের সিরিজ খেলতে। পরের মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কা সফর। এক মাসের বিশ্রাম শেষে জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। আর অক্টোবরে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। একই মাসে এশিয়া কাপ ব্যস্ততার পর বছর শেষ হবে নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজ দিয়ে।

ব্যস্ত বছর কাটবে নারী ক্রিকেটেও। বছরের শুরুতেই (জানুয়ারি) উইন্ডিজ সফরে ৩ ওয়ানডে ও ৩ টি-২০ ম্যাচ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। যেখানে সিরিজ জিতলে মিলবে ওয়ানডে বিশ্বকাপের টিকিট। আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সেই আসর। আর বছরের শেষটা ডিসেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে ও টি-২০ সিরিজ দিয়ে।

ফুটবলে নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন ভক্তরা। মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর। সবমিলিয়ে বছরজুড়ে এশিয়া কাপ বাছাইয়ে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার তিনটি হোম ও বাকি দু’টি অ্যাওয়ে। মাঝে ১৫ জুন থেকে ২৫ জুলাই হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলবে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ। পাশাপাশি সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আছে প্রীতি ম্যাচ খেলার সুযোগ।

টানা দ্বিতীয় সাফ উপহার দেয়া নারী ফুটবল দলেরও ব্যস্ততা থাকবে নতুন বছরে। ফিফা উইন্ডোতে অন্তত ১১টি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাবিনা-সানজিদারা। পাশাপাশি ২৩ জুন থেকে ৫ জুলাই হোম এন্ড অ্যাওয়েতে এশিয়া কাপ বাছাই ম্যাচ খেলবে নারী ফুটবল দল। আর বছরজুড়ে বয়সভিত্তিক দলগুলোরও থাকবে সাফ ও এএফসি টুর্নামেন্টের ব্যস্ততা।

হকিতে বাংলাদেশের জন্য বিশেষ এক বছর হতে যাচ্ছে ২০২৫। ডিসেম্বরে ভারতে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply