এই কিছু দিন আগেও ছোট্ট মেয়েটিকে কেউ চিনতো না। ভারতের রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলে অচেনা সাধারণ জীবন যাপন করতো সে। জানতো না, তারকাখ্যাতি কাকে বলে। কিন্তু সেই মেয়েটির জীবনে এখন বইছে পরিবর্তনের হাওয়া। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের শেয়ার করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে তাকে। বলছি, দশ বছর বয়সী সুশীলা মিনার কথা।
পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করা এই শিক্ষার্থীর বোলিং অ্যাকশন হুবহু দেশটির সাবেক পেসার জহির খানের মতো। বোলিং অ্যাকশন তো বটেই, এমনকি বল ছাড়ার আগ মূহুর্তের লাফেও জহির খানের সঙ্গে দারুণ মিল রয়েছে মিনার।
খালি পায়ে দৌঁড়ে সুশীলার বোলিংয়ের একটি ভিডিও সর্বপ্রথম ইনস্টাগ্রামে পোস্ট করেন সুশীলার কোচ ঈশ্বর আমালিয়া। সামাজিকমাধ্যমে সেটি ভাইরাল হয়। এরপর সম্প্রতি শচীন টেন্ডুলকার এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি পোস্ট করেন।
পোস্টের ক্যাপশনে ক্রিকেট কিংবদন্তি লেখেন– মসৃণ, সাবলীল, এমন বোলিং দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। সুশীলা মিনার বোলিং অ্যাকশনে তোমার (জহির খান) ছায়া রয়েছে। তুমিও কি তা দেখতে পাচ্ছো? পোস্টে জহির খানকে ট্যাগ করেন টেন্ডুলকার।
Smooth, effortless, and lovely to watch! Sushila Meena’s bowling action has shades of you, @ImZaheer.
— Sachin Tendulkar (@sachin_rt) December 20, 2024
Do you see it too? pic.twitter.com/yzfhntwXux
শচীনের পোস্ট করা ভিডিওটি অল্প সময়ের মধ্যে ছড়িয়ে যায় আরও বেশি মানুষের কাছে। ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ দেখে এবং বারো হাজারের বেশি শেয়ার হয়। কিন্তু মজার বিষয় হলো– যিনি মেয়েটিকে দুনিয়াজুড়ে বিখ্যাত করে দিয়েছেন, সেই শচীনকে মিনা চিনতে পারেনি!
এ বিষয়ে সুশীলা বলে, ‘আমি জানি না, শচীন টেন্ডুলকার কে? কেন ক্রিকেট আইকনকে মিনা চেনে না, তার ব্যাখ্যাও দেয়া হয়। কারণ, তার বাসায় কোনো টেলিভিশন নেই এবং সে কখনও ক্রিকেট দেখেওনি। মিনা জানায়, সে শচীনের কাছে কৃতজ্ঞ।
রাজস্থানের এই কিশোরীর বোলিং অ্যাকশন দেখে শচীন যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি ভারতীয় প্রাক্তন পেসার জহির খানও তাকে নিয়ে নিজের উচ্ছ্বাস জানিয়েছেন।
জহির খান বলেন, আপনি (শচীন) একেবারে ঠিক বলেছেন। আমি পুরোপুরি সহমত পোষণ করছি আপনার সঙ্গে। ওর অ্যাকশন মসৃণ আর দেখেও খুব ভালো লাগছে। ক্রিকেটের প্রতি এখনই মেয়েটির নিবেদন দারুণভাবে ফুটে উঠেছে।
তবে শচীনের পোস্টের পর সুশীলার জীবনের মোড় ঘুরে গেছে। যে মেয়েটির জন্ম দরিদ্র একটি পরিবারে, সে এখন সকলের কাছে পরিচিত ও প্রশংসিত। ছোট্ট মিনা এখন জগৎবিখ্যাত। রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজকর্মী, দূরের-কাছের স্বজন; সবাই এখন তার সঙ্গে ‘সেলফি’ তুলতে আগ্রহী। মিনা যে এখন খুদে ক্রিকেট তারকা!
/এএম
Leave a reply