সদ্য বিগত হওয়া ডিসেম্বর মাসে দেশে ২৬৩ দশমিক ৯ কোটি ডলার রেমিটেন্স এসেছে। যা এখন পর্যন্ত এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। সুতরাং গড়ে প্রতিদিন ৮ দশমিক ৫১ কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।
আজ বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এর আগে ২০২০ সালের জুলাই মাসে দেশের সর্বোচ্চ ২৫৯ কোটি ডলার রেমিটেন্স এসেছিল।
এর আগে ডিসেম্বরের প্রথম ২৮ দিনে ২৪২ কোটি পাঁচ লাখ ৫০ হাজার ডলার রেমিটেন্স আসে দেশে। সেই হিসেবে বাকি তিনদিনে গড়ে ১৭ কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।
প্রসঙ্গত, গত নভেম্বরে দেশে ২২০ কোটি ডলার, অক্টোবরে ২৩৯ কোটি , সেপ্টেম্বরে ২৪০ কোটি ও আগস্টে ২২২ কোটি ডলারের প্রবাসী আয় আসে। মূলত গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রেমিটেন্সের প্রবাহ বাড়তে থাকে।
/আরএইচ
Leave a reply