ইউনিভার্সিটি অব লিবারেশন আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য ইমরান রহমানের পদত্যাগসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে শিক্ষার্থীরা।
দাবিগুলো মেনে আজ বৃহস্পতিবারের (২ জানুয়ারি) মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে, বুধবার সকাল থেকে ভিসি ও প্রো-ভিসির পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে নিজেদের ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে কোনো আশ্বাস না পেয়ে বিকেল ৪টা থেকে মূল ফটকের বাইরে অবস্থান নেন তারা। প্রায় ১৩ ঘণ্টা পর নতুন কর্মসূচি ঘোষণা করে।
আজ দুপুর ১২টার মধ্যে ভিসি ও প্রোভিসির পদত্যাগ ছাড়াও পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ট্রাস্টি বোর্ডের সদস্যদের অবিলম্বে অপসারণ, ডিসিপ্লিনারি কমিটি ও প্রক্টরিয়াল বডির সবার পদত্যাগ। শিক্ষার্থীসহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে ইউল্যাবের কোড অব কনডাক্ট সংস্কারের তাগিদও দেয়া হয়েছে।
/এমএইচ
Leave a reply