নিউ অরলিন্সের ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ, সঙ্গে ছিল আইএসের পতাকা

|

হামলার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে নববর্ষের উৎসবে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রচারমাধ্যম সিএনএন।

৪২ বছর বয়সী শামসুদ-দীন জব্বার নামের ওই হামলাকারী টেক্সাসের বাসিন্দা। পুলিশের গুলিতে নিহত জব্বারের মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও ছিলো। এসময় হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা পাওয়া গেছে বলেও জানিয়েছে এফবিআই। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এই হামলায় যোগসাজশ আছে কিনা, সেটিও তদন্ত করছে গোয়েন্দা সংস্থাটি।

এর আগে, বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে নিউ অরলিন্স শহরের বুরবোন স্ট্রিটে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয় হামলাকারী। এ ঘটনায় কমপক্ষে ১৫ জনের প্রাণ গেছে। আহত হয়েছে ৩০ জনের বেশি।

এদিকে, একই দিন লাস ভেগাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটে। নিউ অরলিন্সের গাড়ি হামলার সঙ্গে লাস ভেগাসের এই ঘটনার কোনো যোগসাজশ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় এফবিআই।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply