স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:
উত্তরের জনপথ কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় গত ৩ দিন থেকে সূর্যের দেখা মিলছে না। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
তীব্র হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় জেলার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্ন আয় ও ছিন্নমুল মানুষদের দুর্ভোগ বেড়েছে। পাশাপাশি গরম কাপড়ের দাম বেশি হওয়ার কারণে বিপাকে পড়েছেন তারা।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা আরও কমে জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। জেলার হাসপাতালগুলোতে রোগীদের ভীড় বাড়ছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, হাসপাতালে ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশু ও বয়স্করা বেশী আসছেন। ঠান্ডা তীব্রতার সাথে সাথে রোগীর সংখ্যা আরেও বাড়বে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক।
অপরদিকে কুড়িগ্রাম জেলা প্রশাসন ৯টি উপজেলায় শীতার্তদের জন্য ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে। এগুলোর বিতরণ অব্যাহত রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
/আরএইচ
Leave a reply