কক্সবাজার করেসপনডেন্ট:
চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা চলন্ত বাসের চাকার নিচে পিষ্ট হয়ে একই কোম্পানিতে কর্মরত দুই চাকরিজীবীর মৃত্যু হয়েছে। শাহপুরি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ময়নার ঘোনা এলাকায় আনোয়ার সিএনজি অটোগ্যাস পাম্প এর সামনে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরা খলিশখালী এলাকার আনিস গাজীর পুত্র লিটন গাজী। অপরজন উখিয়া ১২ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুহাম্মদ রফিকের পুত্র আবদুর রহমান। তারা দু’জনেই আবুল খায়ের টোব্যাকোতে কর্মরত ছিলেন।
মাহাবুল কবির জানিয়েছেন, মোটরসাইকেল আরোহীরা উখিয়া থেকে টেকনাফের দিকে যাওয়ার পথে হঠাৎ করে উল্টে গেলে বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা বাসের নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নিতে চাইলে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ওসি।
/এমএইচ
Leave a reply