আশুলিয়ায় নিখোঁজের ৫ দিন পর তরুণের মরদেহ উদ্ধার

|

নিখোঁজের ৫ দিন পর সাভারের আশুলিয়া থেকে হৃদয় নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কবিরপুর এলাকার বাংলাদেশ বেতারের সীমানা প্রাচীরের ভেতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুর রহমান হৃদয় জামালপুরের ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি কাশিমপুরের মাধবপুরে ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন। গত ২৮ ডিসেম্বর হৃদয় নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার কয়েকজন শিশু খেলতে গিয়ে মাটি উপরে মৃতদেহের কিছু অংশ দেখতে পায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। দুর্বৃত্তরা হৃদয়কে হত্যার পর মাটিচাপা দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply