গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭১ জনের প্রাণহানি

|

ফাইল ছবি

মৃত্যুপুরী গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ৩৪টি বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৭১ ফিলিস্তিনির। আজ শুক্রবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

উপত্যকায় নির্বিচারে চলছে বিমান থেকে গোলাবর্ষণ। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে মাঘাঝি ও নুসেইরাত শরণার্থী শিবিরে। হামলা অব্যাহত রয়েছে নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াসিতে। শুক্রবার এলাকাটিতে প্রাণ গেছে আরও ১০ জনের। অভিযান চালানো হচ্ছে খান ইউনিস, জাবালিয়াসহ অন্যান্য এলাকাগুলোয়।

গাজা উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫ হাজার ৬০০ জনে। এছাড়া, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply