ব্যাটিং বিপর্যয়ে ভারত, ‘‌বিশ্রামে’‌ রোহিত

|

বোর্ডার-গাভাস্কার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ৪ উইকেটে ৭৬ রান।

সিডনিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। ১১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। রোহিত শর্মা ‘‌বিশ্রামে’‌ থাকায় ওপেন করতে নামা লোকেশ রাহুলকে ৪ রানে ফেরান মিচেল স্টার্ক। স্কট বোল্যান্ডের বলে ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে ১০ রানে ফেরেন যশস্বী জয়সওয়াল।

এরপর প্রতিরোধের ইঙ্গিত দেয়া শুভমান গিলকে ২০ রানে প্যাভিলিয়নের পথ দেখান নাথান লায়ন। আর ভিরাট কোহলি ১৭ রানে ওয়েবস্টারের হাতে ক্যাচ দিয়ে বোল্যান্ডের বলে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ক্রিজে রয়েছেন ঋষভ প্যান্ট ও রবীন্দ্র জাদেজা।

সিডনি টেস্টের একাদশে নেই ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে বাজে ফর্মের মধ্যে থাকা রোহিত অব্যাহত সমালোচনার মধ্যে নিজেকেই একাদশ থেকে সরিয়ে নিয়েছেন। রোহিতের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সহঅধিনায়ক যশপ্রীত বুমরা।

রোহিতের জায়গায় দলে ফিরেছেন শুভমান গিল। আর চোটের জন্য ছিটকে যাওয়া আকাশ দীপের জায়গায় দলে এসেছেন প্রসিধ কৃষ্ণা। ভারত দুই স্পিনার (ওয়াশিংটন সুন্দর ও জাদেজা) খেলাচ্ছে।

প্রসঙ্গত, সিরিজে সমতা আনতে হলে এই টেস্ট জিততেই হবে ভারতকে। তা না হলে ১২ বছর পর অস্ট্রেলিয়া জিতে নেবে বোর্ডার-গাভাস্কার ট্রফি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply