গাইবান্ধায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, মসজিদের ইমাম নিহত 

|

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কায় মো. জাহিদুল হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে  গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে। পেশায় তিনি একজন মসজিদের ইমাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এসময় মাথায় হেলমেট না থাকায় প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply