তীব্র শীত আর ঘন কুয়াশার প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। পহেলা জানুয়ারি উদ্ধোধনের পর কাঙ্ক্ষিত ক্রেতা-দর্শনার্থী না থাকলেও আজ সরকারি ছুটির দিন থেকে মেলায় প্রাণ ফেরার প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের৷ কিন্ত শৈত্যপ্রবাহে সারাদেশের মতো বাণিজ্য মেলায়ও ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম।
ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসলেও ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি হাতে গোনা। ছুটির দিনে এমন বৈরী আবহাওয়ায় হতাশ তারা। মেলার প্রাঙ্গণ অনেকটা ফাঁকা।
বিক্রয় কর্মীদের আশা, বেলা গড়ানোর সাথে সাথে দর্শনার্থীর সংখ্যা বাড়বে। বলছেন, দিনের শুরুতে বেচা-বিক্রি থাকে না। বিকাল নাগাদ শুরু হয়। সপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম বাড়ে। এ দিন ব্যবসাও ভালো হয়। কিন্তু শীতের কারণে হোঁচট খাচ্ছে। বাইরে বাতাসের কারণে কেউ কেউ প্যাভিলিয়ন ও স্টলে ঢুকে বের হতে চাচ্ছেন না। নিজেদের পছন্দের পণ্য এবং বিভিন্ন অফার যাচাই করছেন তারা।
/এটিএম
Leave a reply