টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

|

বিপিএলে আজকের দিনের প্রথম খেলায় চিটাগং কিংসের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী।

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচটি।

নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে গেলেও পরের ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পদ্মাপাড়ের দল দুর্বার রাজশাহী। তাসকিন আহমেদের ৭ উইকেটের পাশপাশি এনামুল-বার্লের জোড়া অর্ধশতকে ঢাকার বিপক্ষে জয় পায় তারা।

অপরদিকে, আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বন্দরনগরী ও কর্ণফুলীপাড়ের দল চিটাগং কিংস। নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরে যায় মোহাম্মদ মিঠুনের দল।

দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), আকবর আলী (উইকেট কিপার), রায়ান বার্ল, সাব্বির হোসেন, ইয়াসির আলী, সোহাগ গাজী, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

চিটাগং কিংস একাদশ: পারভেজ হোসেন ইমন, উসমান খান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক/উইকেট কিপার), গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী, শামীম হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে রাজশাহী। অপরদিকে একেবারের তলানিতে রয়েছে চট্টগ্রাম।

/এমএইচআর



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply