রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস

|

দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস। আগে ব্যাট করে উসমান খানের সেঞ্চুরিতে দেয়া ২২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় দুর্বার রাজশাহী।

মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই তাসকিন আহমেদের পেসে কাটা পড়েন ওপেনার পারভেজ ইমন। তবে পাল্টা প্রতিরোধ গড়েন উসমান খান। মাত্র ২১ বলে তুলে নেন অর্ধশতক। আর তাতে পাওয়ার প্লে-তে ৭২ রান তুলে ফেলে দলটি। দলীয় শতরান আসে নবম ওভারে। ১২১ রানে দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম। ৪০ রান করে সোহাগ গাজীর শিকারে পরিণত হন গ্রাহাম ক্লার্ক। আর এবারের আসরের প্রথম শতক তুলে উসমান খান ফেরেন ৬২ বলে ১২৩ রান করে। অধিনায়ক মিথুন ১৫ বলে ২৮ রান করে আউট হন।

শেষ দিকে হায়দার আলী ৮ বলে ১৯ রানের ক্যামিওতে ৫ উইকেট হারিয়ে এবারের আসরে সর্বোচ্চ ২১৯ রানের পুঁজি পায় চিটাগং কিংস। জবাবে মোহাম্মদ হারিস আগ্রাসী শুরু এনে দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। ১৫ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন হারিস। ইনিংস বড় করতে পারেননি এনামুল বিজয়-ইয়ারসির রাব্বীরা। শেষ পর্যন্ত বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বিজয়ের দল।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply