Site icon Jamuna Television

হিমেল হাওয়ায় কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

কনকনে বাতাস ও হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। জেলায় সারাদিনও সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।

এদিকে জেলার তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি। আজ শনিবার (৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

শনিবার সকাল থেকে সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াশা ও তীব্র শীতের সাথে উত্তরের হিমেল হাওয়া বইছে। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। গায়ে গরম কাপড় জড়িয়ে খেটে খাওয়া মানুষেরা জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ভূপৃষ্ঠে নামতে বাধা পাচ্ছে। আর উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সপ্তাহজুড়েই এমন পরিস্থিতি থাকবে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জেলা পরিষদ থেকে এখন পর্যন্ত ১৮ হাজার ৬০০টি কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া দুইটি এনজিও আরও এক হাজার কম্বল বিতরণ করেছে।

/আরএইচ

Exit mobile version