গাজীপুর প্রতিনিধি
বরাদ্ধকৃত জমি অবৈধ দখলমুক্ত করার দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ করেছে গাজীপুর সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা। কলেজ শিক্ষার্থী-শিক্ষকরা সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, গাজীপুর সরকারী মহিলা কলেজের ছাত্রী নিবাস সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন সম্প্রতি ঐ কলেজকে ১ একর ২১ শতাংশ জমি বরাদ্ধ দেয়। কিন্তু বরাদ্ধকৃত জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকায় স্থানীয়দের সাথে প্রায়ই বিতন্ডার সৃষ্টি হয়। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ ঐ জমিতে নির্মাণ কাজ করতে গেলে দখলদাররা বাধা দেয়।
বরাদ্ধকৃত জমি দখলদারমুক্ত করার দাবি জানায় শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
Leave a reply