এস এ খালেকের জানাজায় মানুষের ঢল

|

প্রবীণ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এস এ খালেকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় মিরপুরে সরকারি বাঙলা কলেজে এ জানাজায় নামে মানুষের ঢল।

এর আগে, রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে খ্যাতিমান এ নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সেখান থেকে দুপুর পৌনে ২টায় বাঙলা কলেজে আসে তার মরদেহবাহী ফ্রিজিং গাড়ি।

জানাজা পূর্বে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তুলে ধরেন এস এ খালেকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এস এ খালেক ছিলেন অগ্রগামী সৈনিক। স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে ভূমিকা রাখায় তার পরিবারের ওপর নেমে আসে অবর্ণনীয় নিপীড়ন, ক্ষতিগ্রস্থ করা হয় ব্যবসা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, এস এ খালেক ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply