রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাহিদ হামিদি

|

PUTRAJAYA, 9 Dis -- TEGASÖ Menteri Dalam Negeri, Datuk Seri Dr Ahmad Zahid Hamidi semasa menjawab soalan wartawan berkaitan isu Ali Abd Jalil dan Alvin Tan, yang melarikan diri ke luar negara bagi mengelak dari dihadapkan ke muka pengadilan Malaysia di Kompleks D di sini hari ini. --fotoBERNAMA (2014) HAKCIPTA TERPELIHARA

মিয়ানমারে জাতিগত নিধন বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে আসিয়ানভুক্ত দেশগুলোকে সাথে নিয়ে কাজ করবে মালয়েশিয়া। আজ সোমবার কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে একথা জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।

সকাল সাড়ে দশটার দিকে কুতুপালং ক্যাম্পে পৌঁছান মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। কথা বলেন রোহিঙ্গাদের সাথে।

সমস্যা সমাধানে আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহিদ হামিদি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া।

ক্যাম্প পরিদর্শনের সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply