মারা গেলেন শতবর্ষী ইউটিউবার মাসতানাম্মা

|

জনপ্রিয় ইউটিউবার দক্ষিণ ভারতের মাসতানাম্মা ১০৭ বছর বয়সে মারা গেছেন। তিনি ইউটিউবে ‘কান্ট্রি ফুড’ নামে একটি চ্যানেল পরিচালনা করতেন। এতে সহায়তা করতেন মাসতানাম্মার নাতি ও তার বন্ধুরা। সেখানে এই শতবর্ষী ইউটিউবার ভারতীয় এবং বিরল খাবারের রেসিপির ভিডিও দেখাতেন। সোমবার চ্যানেলটির পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ২০১৬ সাল থেকে যাত্রা করা চ্যানেলটি শুরুর পরপরই জনপ্রিয়তা পায়। চ্যানেলটির সাবক্রাইবার দশ লাখেরও বেশি। এতে রয়েছে শত শত রান্নার ভিডিও।

মাসতানাম্মার তৈরি করা ভিডিওগুলোর মধ্যে জনপ্রিয় হলো- তরমুজ দিয়ে মুরগির মাংস, বেগুনের তরকারি এবং কাতল মাছের ঝাল তরকারি। মাসতানাম্মার রান্নার ভিডিওগুলো ভিন্ন ছিলো। তিনি হাত ও পুরনো ভারতীয় স্টাইলে সবজি কাটতেন। আর রান্না করতেন কাঠের চুলায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply