তারেক মাসুদের জন্মদিনে গুগল ডুডল সেজেছে মাটির ময়নায়

|

গুগল ডুডল আজ সেজেছে মাটির ময়নায়। সেখানে দেখা যাচ্ছে, মাটির ময়নার আদলে একটি প্রতিকৃতি রূপ।

প্রতিকৃতিকে ধরে আছে একটি হাত। তার চারপাশে তিনটি ফুল। আর বিশেষভাবে লেখা গুগল।

এটি প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের অনবদ্য সৃষ্টি মাটির ময়না চলচ্চিত্রের প্রতিরূপ। আজ এই প্রখ্যাত চলচ্চিত্রকারের ৬২তম জন্মদিন।

তার চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল।

জন্মদিন উপলক্ষে এভাবে ডুডল করে তার প্রতি সম্মান জানাল জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল।

আজ এ ডুডল বিশ্বের যে কোনো প্রান্তের গুগল ইউজার দেখতে পাবে। এর আগেও বাংলাদেশের পাঁচ কৃতী সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুগল তৈরি করেছিল ডুডল।

তবে সেগুলো ছিল শুধু বাংলাদেশের গুগল ইউজারদের জন্য।

প্রসঙ্গত, মাটির ময়না, আদম সুরত, মুক্তির গান, মুক্তির কথা, অন্তর্যাত্রা ও রানওয়ে ইত্যাদি তারেক মাসুসের অনবদ্য সৃষ্টি।

২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন দেখে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রের পথিকৃৎ নির্মাতা তারেক মাসুসের অকাল মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply