একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের এজলাস কক্ষে শুনানি শেষে এ রায় জানিয়ে দেয়া হয়েছে।
এছাড়াও বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের আপিল মঞ্জুর করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রোববার বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন।
হলফনামায় সই না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়েছিল।
প্রসঙ্গত, ২ ডিসেম্বর সারা দেশে যাচাই-বাছাইয়ে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত সোম থেকে বুধবার পর্যন্ত ইসিতে আপিল জমা দেন সংক্ষুব্ধ প্রার্থী।
Leave a reply