Site icon Jamuna Television

আজ ‘ধন্যবাদ’ জানানোর দিন

জীবনে চলার পথে আমাদেরকে কতশত পরিচিত-অপরিচিত মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় বিভিন্নভাবে সাহায্য করেন। বিনিময়ে কেউ সৌজন্য রক্ষাতে ধন্যবাদ জানিয়ে দেন। আবার অনেকেই সেটাও করেন না। তবে আপনি যদি ধন্যবাদ জানিয়ে থাকেন, তাহলে তো ভালোই হলো।

আর যদি না করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। আজকের দিনটাতে ঘটা করে সেইসব মানুষকে বিভিন্ন মাধ্যমে অথবা সরাসরি ধন্যবাদ জানিয়ে দিতে পারেন।

ছোট্ট একটি শব্দ ‘ধন্যবাদ’। কিন্তু এটার অনেক তাৎপর্য রয়েছে। কাউকে যখন আপনি ধন্যবাদ জানাবেন তখন মানুষটি খুশি হয়ে যায়। বিনিময়ে আপনাকে আরও বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করবে। তবে প্রিয়জনকে আপনি ধন্যবাদ না জানালেও, আপনাকে তারা নিরাশ করবে না।

আজ ১১ জানুয়ারি, ধন্যবাদ দিবস (থ্যাংকইউ ডে)। আদ্রিয়েন সু কুপারস্মিথ নামের যুক্তরাষ্ট্রের একজন দিবসটি প্রচলন করেছেন শিকাগোর ইভেন্টোলজিস্ট আদ্রিয়েন সিউক্স কুপারস্মিথ, ১৯৯৪ সালে। জানা যায়, তিনি একাই প্রায় দুই হাজার দিবস তৈরির পেছনে অবদান রেখেছেন।

/এসআইএন

Exit mobile version