প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত বাধা পেরিয়ে ২০১৪ সালে নির্বাচন হয়েছিলো বলেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। উন্নয়নের সেই ধারাকে অব্যাহত রাখতে সবাইকে কাজ করতে হবে।
শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১০৭, ১০৮, ১০৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আসছে নির্বাচনে মানুষ যাকে খুশি ভোট দেবে। গণতন্ত্রের ধারা যেন অব্যাহত থাকে, সে বিষয়ে আওয়ামী লীগ সরকার আন্তরিক বলেও জানান তিনি।
স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আওয়ামী লীগ কাজ করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এসময় আইন ও প্রশাসন কোর্স সম্পন্নকারীদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। ডেল্টা প্লান-২১০০কে টার্গেট করে সমাজ উন্নয়নে কাজ করতে বলেন শেখ হাসিনা।
Leave a reply